চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল বাইক আরোহী কলেজছাত্রের

নিজস্ব সংবাদদাতা, লোহাগাড়া

১১ জানুয়ারি, ২০২৪ | ৮:০৩ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মো. হাবিবুর রহমান (১৮) নামে এক বাইক আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) বিকাল ৩টায় চুনতির জাঙ্গালিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এ সময় মো. জাবেদ (১৮) নামের তার এক বন্ধুও আহত হয়েছেন।

নিহত হাবিবুর রহমান আধুনগর ইউনিয়নের কূলপাগলী এলাকার বাবুলের ছেলে এবং চট্টগ্রাম পলিটেকনিকেল কলেজের ছাত্র।

বিষয়টি নিশ্চিত করেছেন দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ এরফান।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব ও তার বন্ধু মোটরসাইকেল যোগে আজিজ নগরের দিকে যাচ্ছিল। এ সময় একটি যাত্রীবাহী বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দু’জনই বাইক থেকে ছিটকে পড়ে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে হাসপাতালে নেওয়ার আগে মারা যায় হাবিব।

ওসি খান মোহাম্মদ এরফান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট