চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম-১৬ আসনে বিজয়ী স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২৪ | ১১:০৫ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র ঈগল প্রতীকের প্রার্থী মুজিবুর রহমান।

 

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

 

১১৪টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে নির্বাচনে লড়েছেন ১০ জন প্রার্থী। বিজয়ী প্রার্থী মুজিবুর রহমান পেয়েছেন ৫৭ হাজার ৪৯৯ ভোট। এই আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোস্তাফিজুর রহমান চৌধুরী নিবার্চনের আচরণবিধি চরম লঙ্ঘনের কারণে মনোনয়ন বাতিল করেছে নির্বাচন কমিশন।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী চেয়ার প্রতীকের প্রার্থী আব্দুল মালেক পেয়েছেন ৫০৩ ভোট, ট্রাক প্রতীকের প্রার্থী আবদুল্লাহ কবির পেয়েছেন ৩২ হাজার ২২০ ভোট, কুঁড়েঘর প্রতীকের প্রার্থী আশীষ কুমার শলী পেয়েছেন ৩১১ ভোট, ডাব প্রতীকের প্রার্থী এম জিল্লুল করিম শরীফি পেয়েছেন ৮৪ ভোট, আম প্রতীকের প্রার্থী মু. মামুন আবছার চৌধুরী পেয়েছেন ১০৬ ভোট, মোমবাতি প্রতীকের প্রার্থী মো. মহিউল আলম চৌধুরী পেয়েছেন ১ হাজার ১২৫ ভোট, বেঞ্চ প্রতীকের প্রার্থী মো. খালেকুজ্জামান পেয়েছেন ২৯৩ ভোট ও মিনার প্রতীকের প্রার্থী মো. শফকত হোসাইন চাটগামী পেয়েছেন ১১৪ ভোট।

 

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী চট্টগ্রাম-১৬ বাঁশখালী আসনে মোট ভোটার ৩ লাখ ৭০ হাজার ৭৭৫ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৭৬ জন ও নারী ভোটার ১ লাখ ৭২ হাজর ৮৯৭ জন। মোট ভোটগ্রহণ হয়েছে ১ লাখ ২৯ হাজার ২২৩ জন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট