চট্টগ্রাম রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম-১৪ আসনে বিজয়ী নৌকার মো. নজরুল ইসলাম চৌধুরী

নিজস্ব প্রতিবেদক

৭ জানুয়ারি, ২০২৪ | ১০:৫৩ অপরাহ্ণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. নজরুল ইসলাম চৌধুরী।

 

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৮টায় সারাদেশে একযোগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলে এই কার্যক্রম। এরপরে শুরু হয় ভোট গণনার কাজ।

 

১০০টি ভোট কেন্দ্রে অনুষ্ঠিত চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনে নির্বাচনে লড়েছেন ৮ জন প্রার্থী। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের বিজয়ী প্রার্থী মো. নজরুল ইসলাম চৌধুরী পেয়েছেন ৭১ হাজার ১২৫ ভোট। নিকটতম প্রার্থী ট্রাক প্রতীকের মো. আবদুল জাব্বার চৌধুরী পেয়েছেন ৩৬ হাজার ৮৮৪ ভোট।

 

ঘোষিত ফলাফল অনুযায়ী লাঙ্গল প্রতীকের প্রার্থী আবু জাফর মো. ওয়ালী উল্লাহ পেয়েছেন ১৬২ ভোট, চেয়ার প্রতীকের মো. আবুল হোছাইন পেয়েছেন ১২১ ভোট, ফুলের মালা প্রতীকের মো. আলী ফারুকী ৯৪ ভোট, একতারা প্রথীকের মোহাম্মদ আয়ুব ১৯৬ ভোট, টেলিভিশন প্রতীকের মো. গোলাম ইসহাক খান ৬১৩ ভোট ও মোমবাতি প্রতীকের সেহাব উদ্দিন মু. আব্দুস সামাদ পেয়েছেন ৫ হাজার ২৩১ ভোট।

 

উল্লেখ্য, বাংলাদেশ নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী চট্টগ্রাম-১৪ চন্দনাইশ-সাতকানিয়া আংশিক আসনে মোট ভোটার ২ লাখ ৮৮ হাজার ২৯৩ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫২ হাজার ৫৫৭ জন ও নারী ভোটার ১ লাখ ৩৫ হাজর ৭৩৫ জন।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট