চট্টগ্রাম শুক্রবার, ১৫ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

পেকুয়ায় হাতঘড়ির সমর্থককে মারধর করে ছাদ থেকে ফেলে দেয়ার অভিযোগ

চকরিয়া-পেকুয়া প্রতিনিধি

৬ জানুয়ারি, ২০২৪ | ৩:৫৯ অপরাহ্ণ

কক্সবাজার-১ আসনে পেকুয়া উপজেলায় স্বতন্ত্র প্রার্থী ও তার সমর্থকরা কল্যাণ পার্টির হাতঘড়ি মার্কার এক সমর্থককে মারধর করে ছাদ থেকে ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।

 

শুক্রবার (৫ জানুয়ারি) রাতে পেকুয়া উপজেলার পেকুয়া বাজারের নিউ মার্কেট এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন ওই আসনের কল্যাণ পার্টির প্রার্থী সৈয়দ মোহাম্মদ ইবরাহিম।

 

তিনি জানিয়েছেন, শুক্রবার রাতে স্বতন্ত্র প্রার্থী তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন ও তার কয়েকজন সহযোগী পেকুয়া বাজারে ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিল। এসময় হাতঘড়ি মার্কার স্থানীয় কর্মী মোহাম্মদ বাহাদুর ও তার কয়েকজন সহকর্মী মার্কেট থেকে হাতঘড়ি মার্কার টি শার্ট গায়ে দিয়ে আসার সময় স্বতন্ত্র প্রার্থী তুহিন বাহাদুরকে আটকায় এবং মার্কেটের ছাদে নিয়ে গিয়ে বেদম মারধর করে ছাদ থেকে ফেলে দেয়। এতে সে গুরুতর আহত হয়। খবর পেয়ে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

 

সৈয়দ মোহাম্মদ ইবরাহিম জানান, তানভীর আহমেদ সিদ্দিকী তুহিন কক্সবাজার-১ আসনে স্বতন্ত্র প্রার্থী এবং বর্তমান এমপি ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পুত্র।

 

এ বিষয়ে পেকুয়া থানা পুলিশ ও সহকারী রিটার্নিং অফিসারকে অভিযোগ আকারে জানানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।

 

শনিবার দুপুর ১ টায় পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াস জানিয়েছেন, বিষয়টি লিখিত বা মৌখিকভাবে এ পর্যন্ত কেউ তাকে অবহিত করেননি। বিভিন্নভাবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিজেদের মত তদন্ত শুরু করেছে। সত্যতা পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট