কক্সবাজারের চকরিয়ায় র্যাবের উপর হামলার মামলায় এজাহারনামীয় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। বুধবার (৩ জানুয়ারি) ভোররাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হল, উপজেলার সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের মেম্বার ও মানিকপুর উত্তর পাড়ার মনোহর আলম সিকদারের ছেলে জাহেদুল ইসলাম (৩৭) ও পৌরসভার ৫ নম্বর ওয়ার্ড করাইয়াঘোনা এলাকার বাদশা বলির ছেলে মো. মিজানুর রহমান (৩২)।
এর আগে, গত ৩১ ডিসেম্বর ভোর পৌনে ৬টার দিকে চিরিঙ্গা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সওদাগরঘোনা চারা বটতল এলাকায় ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করতে গেলে আসামিদের শোরচিৎকারে তাদের পরিবার ও এলাকার লোকজন জড়ো হয়ে র্যাব সদস্যদের ঘিরে রাখে। পরে তারা গ্রেপ্তার এড়ানোর জন্য ৫ থেকে ৬ শ লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলার চেষ্টা করে। পরে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা থাকায় অভিযান বন্ধ করে দেয়া হয়। এ ঘটনায় র্যাবের ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ আজগর আলী বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বুধবার সন্ধ্যায় থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ