চট্টগ্রাম বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫

তালেবান-মার্কিন আলোচনা আবারো ব্যর্থ

৬ মে, ২০১৯ | ১:২৩ পূর্বাহ্ণ

ইন্টারন্যাশনার ডেস্ক : কাতারের দোহায় অনুষ্ঠিত আফগানিস্তানের তালেবান ও মার্কিন সরকারের প্রতিনিধিদের মধ্যে ষষ্ঠ দফা আলোচনাও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে।
আফগান গণমাধ্যম তালেবানের সঙ্গে ঘনিষ্ঠ বিভিন্ন সূত্রের বরাত দিয়ে শনিবার জানিয়েছে, আফগানিস্তান বিষয়ক মার্কিন প্রতিনিধি যালমাই খালিলযাদ মার্কিন সন্ত্রাসী সেনা প্রত্যাহার নিয়ে আলোচনা করতে রাজি না হওয়ায় ষষ্ঠ দফা আলোচনা থেকেও কোনো ফল বেরিয়ে আসে নি।
মার্কিন প্রতিনিধি তালেবানকে অস্ত্র সমর্পণের আহ্বান জানালে তারা ক্ষুব্ধ হয়ে উঠে বলে সূত্রটি জানিয়েছে। তালেবানের বিভিন্ন সূত্র বলছে, আলোচনায় মার্কিন প্রতিনিধিরা এর আগে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল সেগুলোও তারা বাস্তবায়ন করে নি। এ কারণে আস্থার সংকট তৈরি হয়েছে।
কাতারের দোহায় এ নিয়ে ছয় বার বৈঠকে মিলিত হলো আফগানিস্তানের তালেবান ও মার্কিন সরকারের প্রতিনিধিরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট