চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নাশকতার মামলায় বিএনপির ৪২ নেতাকর্মীর কারাদণ্ড

অনলাইন ডেস্ক

৩১ ডিসেম্বর, ২০২৩ | ৮:৩২ অপরাহ্ণ

রাজধানীর পৃথক তিন থানার নাশকতার চার মামলায় বিএনপির ৪২ জন নেতাকর্মীর বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে কারাদণ্ডের রায় ঘোষণা করেছেন আদালত।

রবিবার (৩১ ডিসেম্বর) ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই রায় ঘোষণা করেন। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলাগুলো থেকে ৪৫ জনকে বেকসুর খালাসের আদেশ দিয়েছেন আদালত।

কামরাঙ্গীরচর থানার মামলা: পাঁচ বছর আগে রাজধানীর কামরাঙ্গীরচর থানার মামলায় ১২ জন নেতাকর্মীর নামে পৃথক তিন ধারায় দায়ের করা মামলায় প্রত্যেকের সাড়ে চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত।

রায়ে দণ্ডবিধির আইনের এক ধারায় ছয় মাসের কারাদণ্ড এবং অপর দুই ধারায় দুই বছর করে চার বছরের কারাদণ্ড, ছয় হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অভিযোগ প্রামাণিত না হওয়ায় ৪ জনকে খালাস দেওয়া হয়েছে।

২০১৮ সালে বেআইনি সমাবেশ, পুলিশের কাজে বাধা ও নাশকতার অভিযোগ কামরাঙ্গীরচর থানায় মামলাটি দায়ের করে পুলিশ।

খিলক্ষেত থানার মামলা: আট বছর আগে নাশকতার অভিযোগ খিলক্ষেত থানার এক মামলায় বিএনপির ১০ জন নেতাকর্মীর প্রত্যেকের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এই রায় দেন। এই মামলায় অভিযোগ প্রামাণিত না হওয়ায় ৬ জনকে খালাস দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— মো. ফজলুল হক ফজলু, জহির উদ্দিন বাবু, সালাউদ্দিন দর্জি, মো. শিশির, দেলোয়ার হোসেন, তুহিন, মাহফুজুর রহমান সজিব, আনিস, হাবিব উল্লাহ হাবি ও আনোয়ার।

২০১৫ সালে জানুয়ারি মাসে নাশকতার অভিযোগে খিলক্ষেত থানার মামলাটি দায়ের করা হয়।

কোতোয়ালি থানার এক মামলা: পাঁচ বছর আগে রাজধানীর কোতোয়ালি থানার এক মামলায় পৃথক তিন ধারায় ১১ নেতাকর্মীর সাড়ে চার বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলী হায়দারের আদালত এই আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন— মো. সেন্টু, নব কুমার দত্ত,  আবু তাহের, মাহির আহম্মেদ রানা, রজ্জব আলী পিন্টু, আসাদুজ্জামান রিপন, ইমরানুল হক ওয়াহিদ, মুফতিজুল কবির কিরনসহ প্রমুখ।

রায়ে দণ্ডবিধির আইনের পৃথক তিন ধারায় প্রত্যেকের সাড়ে চার বছরের কারাদণ্ড, ১৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

২০১৮ সালের সেপ্টেম্বর মাসে নাশকতার অভিযোগ কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়।

কোতোয়ালি থানার আরেক মামলা: পাঁচ বছর আগে নাশকতার অভিযোগ কোতোয়ালি থানায় দায়ের করা আরেক মামলায় বিএনপির ৪৬ জন নেতাকর্মীর মধ্যে ৯ জনকে প্রত্যেকের দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মইনুল ইসলামের আদালত এই রায় দেন। এই মামলায় অভিযোগ প্রামাণিত না হওয়ায় ৩৫ জনকে খালাসের আদেশ দেন।

কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন— সাইদ আহমেদ রানা, সাইদুর রহমান লিটন, সুজন, আলমগীর, রজ্জব আলী পিন্টু, মোল্লা জজ, মামুন, আশরাফুল আমিন ও আনোয়ারুল আজিম। নাশকতার অভিযোগ ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে কোতোয়ালি থানায় মামলাটি দায়ের করা হয়।

পূর্বকোণ/আরআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট