চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

নৌকায় ভোট চাওয়ায় বহিষ্কার বিএনপি নেতা

অনলাইন ডেস্ক

৩০ ডিসেম্বর, ২০২৩ | ১০:৩৬ অপরাহ্ণ

রাঙামাটিতে নৌকার প্রার্থীর নির্বাচনী সভায় নৌকার পক্ষে ভোট চাওয়ায় দল থেকে বহিষ্কার হলেন নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলালউদ্দিন। তিনি তিনবারের নির্বাচিত পৌর কাউন্সিলর, প্যানেল মেয়র।

 

শনিবার (৩০ ডিসেম্বর) বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে রাঙামাটি নগর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক মো. হেলালউদ্দিনকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

সারের ডিলার হিসেবে পরিচিত হেলাল গত শুক্রবার বিকালে রাঙামাটি শহরের রিজার্ভবাজারে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের নির্বাচনী সভায় বক্তব্য দেন। তার বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিএনপির নেতা-কর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান।

 

এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও কাউন্সিলর হেলালউদ্দিনের সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।

 

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট