চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

কক্সবাজারে পর্যটকের সর্বস্ব ছিনতাই, গ্রেপ্তার ৩ রোহিঙ্গা

কক্সবাজার সংবাদদাতা

৩০ ডিসেম্বর, ২০২৩ | ৬:২২ অপরাহ্ণ

কক্সবাজার সৈকতের লাবণী পয়েন্টে পর্যটকের কাছ থেকে ছিনতাইয়ের ঘটনায় জড়িত তিন রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে ট্যুরিস্ট পুলিশ। শুক্রবার (২৯ ডিসেম্বর) গভীর রাতে কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

গ্রেপ্তাররা হলেন- উখিয়া উপজেলার কুতুপালং ৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বি-ব্লকের বাসিন্দা হামিদ হোসেনের ছেলে মো. নুর কামাল (১৯), একই এলাকার মো. বশিরের ছেলে মো. ফারুক (২০) ও নুরুল কবিরের ছেলে মো. নুরুল ইসলাম (১৯)।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার অঞ্চলের অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (এডিআইজি) মো. আপেল মাহমুদ। তিনি জানান, গত শুক্রবার সকালে কুমিল্লা থেকে বাসযোগে ৫ বন্ধু মিলে কক্সবাজার বেড়াতে আসেন। তারা বাস থেকে নেমে লাবণী পয়েন্ট সমুদ্র সৈকতে যান। পথিমধ্যে লাবণী পয়েন্ট সংলগ্ন পর্যটন ছাতা মার্কেট এলাকায় পৌঁছালে ৪/৫ জনের একদল ছিনতাইকারি তাদের গতিরোধ করেন। পরে অস্ত্রের ভয় দেখিয়ে পর্যটকদের কাছ থেকে ছিনতাইকারীরা মানিব্যাগ ও মোবাইলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ মালামাল ছিনিয়ে নেয়।

 

এডিআইজি আপেল মাহমুদ বলেন, ‘ওই ঘটনার পরপরই ভুক্তভোগী পর্যটকরা সৈকতে কর্তব্যরত ট্যুরিস্ট পুলিশ সদস্যদের কাছে বিষয়টি নিয়ে অভিযোগ করেন। পরে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। শুক্রবার গভীর রাতে শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নুর কামাল ও মো. নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের স্বীকারোক্তি মতে পৃথক অভিযান চালিয়ে মো. ফারুক নামের আরেকজন রোহিঙ্গা ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে।’

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট