চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারের পাশে বন বিভাগ

কাপ্তাই সংবাদদাতা

২৮ ডিসেম্বর, ২০২৩ | ৯:৪৭ অপরাহ্ণ

কাপ্তাইয়ে রামপাহাড় বিটে বন্যহাতির আক্রমণে নিহত স্কুল শিক্ষার্থীর পরিবারের সদস্যদের দেখতে যান বন বিভাগের লোকজন। বুধবার (২৭ ডিসেম্বর) বিকালে রামপাহাড় জঙ্গলে গরু চড়াতে গেলে আক্রমণের শিকার হয় অংশেহ্লা মারমা নামে এই স্কুল শিক্ষার্থী। আজ  বৃহস্পতিবার (২৮ডিসেম্বর) দুপুর ১টায় দক্ষিণ রাঙ্গামাটি বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলমসহ বন বিভাগের লোকজন নিহত পরিবারের বাসায় গিয়ে পরিবারের সকলকে সমবেদনা জানান।

কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা আবু সুফিয়ান জানান, উক্ত ঘটনায় বন বিভাগের পক্ষ হতে সমবেদনা জানিয়ে পরিবারের সকলকে হাতি-মানুষের মধ্যে দ্বন্দ্ব করা থেকে বিরত থাকতে বলা হয়েছে। এছাড়া আগামী ২/৩ মাসের মধ্যে সরকারিভাবে বন বিভাগের পক্ষ হতে নিহত পরিবারকে ৩ লাখ টাকা দিবেন বলে জানান।

এসময় রামপাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান, ব্যাংঙছড়ি বিট কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরীসহ বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

পূর্বকোণ/কবির/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট