চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

উখিয়ায় দেশীয় অস্ত্রসহ ২ সন্ত্রাসী গ্রেপ্তার

উখিয়া সংবাদদাতা

২৬ ডিসেম্বর, ২০২৩ | ১০:৪১ অপরাহ্ণ

কক্সবাজারের উখিয়ার পালংখালী থেকে অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় একটি দেশীয় তৈরি একনলা বন্দুক ও একটি এলজি উদ্ধার করা হয়।

 

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ভোর ৫টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোছারখোলা মধুরছড়া গহীন পাহাড়ি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তাররা হল, পালংখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের গয়ালমারা এলাকার মৃত নাজির হোসেনের ছেলে মো. শাহ আলম (৩৮) ও একই এলাকার মো. সিদ্দিক আহাম্মদের ছেলে মো. ইব্রাহীম প্রকাশ কালু (৩২)।

 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন জানান, অভিযান চালিয়ে অস্ত্রসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা উভয়ই পরোয়ানাভুক্ত আসামি। তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট