চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

চুরি যাওয়া মালামালসহ তিন যুবক গ্রেপ্তার

নিউজরুম এডিটর

২৬ ডিসেম্বর, ২০২৩ | ৮:০৫ অপরাহ্ণ

নগরীর কোতোয়ালীতে একটি মোবাইল ফোন কোম্পানির কর্মকর্তার বাসা থেকে চুরি যাওয়া মালামালসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বিকালে খাতুনগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পূর্বকোণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক।

 

গ্রেপ্তাররা হলেন- মো. শাফায়েত হোসেন প্রকাশ রিফাত (২৫), মো. রাশেদ (২১) ও মো. রাসেল (২১)।

 

ওসি এম ওবায়দুল হক বলেন, গত ২৩ ডিসেম্বর সকালে কোতোয়ালীর হেমসেন লেইনের মোমিন রোডের ডা. সিরাজুল ইসলামের বিল্ডিংয়ের ৩য় তলায় জনৈক তানভীর ইসলামের ভাড়া বাসায় চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় অজ্ঞাতনামা চোরেরা  বাসা থেকে  স্বর্ণ, ল্যাপটপ ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়। উক্ত ঘটনায়  তানভীর ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে এজাহার দায়ের করলে ঘটনাস্থল ও আশপাশের সিসিটিভি ক্যামেরার ভিডিও ফুটেজ যাচাই করে তিনজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট