চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকা থেকে ৪৪টি চোরাই মোবাইলসহ ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৪ ডিসেম্বর) রাত ৯টায় তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. শাহ আলম (২৩), মো. নজরুল (২১), নুর হোসেন (২৩), সাইদুর রহমান সজীব (২০) ও মো. শাহাদাত হোসেন (৩৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মেহেদী হাসান। তিনি জানান, গতকাল রাতে স্টেশন রোড এলাকা থেকে ৫ জনকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের দেহ তল্লাশি করে ৪৪টি চোরাই মোবাইল উদ্ধার করা হয়। এসব চোরাই মোবাইল তারা বিভিন্ন চোর ও ছিনতাই চক্রের সদস্যদের কাছ থেকে কম দামে কিনে বেশি দামে বিক্রি করে থাকে বলে জানায় তারা। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
পূর্বকোণ/পিআর/পারভেজ