ভোট কেন্দ্রে কারচুপি বা অনিয়মের ঘটনা ঘটলে ওই কেন্দ্র তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।
রবিবার (২৪ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহে জেলার সব সংসদীয় আসনের প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ভোটের দিন রেজাল্ট কি হল, পোলিংয়ের মধ্যে কারচুপি হল কি না, জবরদস্তি সিল মারা হল কি না; এমন কোনো ঘটনা ঘটলে নির্বাচন গ্রহণযোগ্য হবে না। তবে এ ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কম।
পূর্বকোণ/জেইউ/পারভেজ