চট্টগ্রাম শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

রাউজানে নাশকতার মামলায় যুবদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২৩ ডিসেম্বর, ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের রাউজানে ককটেল নাশকতার মামলার আসামি চট্টগ্রাম উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদাকে (৫০) গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। নুরুল হুদা উপজেলার লেলাংগারা এলাকার মৃত নজির আহম্মদের ছেলে।

 

শুক্রবার (২২ ডিসেম্বর) রাত সোয়া ১১টায় চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার বহদ্দারহাট মোড় থেকে নাশকতার মামলার আসামি চট্টগ্রাম উত্তর যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয়েছে। গত ৩১ অক্টোবর অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষে রাউজানে যানবাহন চলাচলে বাধা সৃষ্টি, ভাংচুর, ককটেল বিস্ফোরণ এবং অগ্নি সংযোগসহ নাশকতা সৃষ্টি করে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আসামি।

 

তিনি আরও বলেন তার বিরুদ্ধে রাউজান এবং নগরীর কোতোয়ালী থানায় সরকারি সম্পত্তির ক্ষতিসাধন, বেআইনি সমাবেশ, নাশকতা, হত্যাচেষ্টায় ২টি মামলা পাওয়া যায়। গ্রেপ্তার আসামিকে রাউজান থানায় হস্তান্তর করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট