চোরাই এটিএম কার্ড দিয়ে বুথ থেকে উত্তোলনকৃত নগদ ৬০ হাজার টাকাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২০ ডিসেম্বর) রাতে বায়েজিদের বাংলাবাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তার যুবকের নাম বদিউজ্জামান বুলবুল (২৩)।
বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা জানান, এক চাকরিজীবীর চুরি যাওয়া এটিএম কার্ড দিয়ে ব্যাংক হতে টাকা উত্তোলন সংক্রান্ত এসএমএস আসলে তিনি বায়েজিদ থানা পুলিশকে বিষয়টি জানান। পরে বুথের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্ত বদিউজ্জামান বুলবুলকে আটক করা হয়। তার কাছ থেকে নগদ ৬০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
পূর্বকোণ/রাজীব/পারভেজ