
বায়েজিদে ছিনতাইকৃত মোবাইলসহ তিন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে বায়েজিদ শেরশাহ মিনার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। পূর্বকোণ অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা।
গ্রেপ্তাররা হলেন- সুমন শেখ (২২), আল আমিন (২৬) ও মো. সুমন (২১)
বায়েজিদ থানার উপ পরিদর্শক কমল ধর বলেন, পিকআপ নিয়ে বাঁশখালী থেকে ঢাকা যাওয়ার পথে বায়েজিদের শেরশাহ এলাকা থেকে এক কিশোরকে নিয়ে গিয়ে আটকে রেখে ১ লাখ টাকা দাবি করে আটককৃতরা। পরে ২ ঘণ্টার অভিযানে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান পরিচালনা করে ভিকটিমকে উদ্ধার করা হয়। এসময় ভিকটিমের নিকট হতে ছিনিয়ে নেওয়া ২টি মোবাইলসহ ৩ জনকে আটক করে।
পূর্বকোণ/আরআর/পারভেজ