চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

জাতীয় পার্টি ছেড়ে আ.লীগে যোগ দিলেন ইঞ্জি. খোরশেদ

খাগড়াছড়ি সংবাদদাতা

১৯ ডিসেম্বর, ২০২৩ | ১১:২৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির জেলা জাতীয় পার্টির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম পাঁচ শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন।

 

সোমবার (১৮ ডিসেম্বর) জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি ও নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরার (এমপি) হাতে ফুল দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন।

 

এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি চাতোয়ং মারমা, জেলা পরিষদের সদস্য মংকোচিং চৌধুরী, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা নিলোৎপল খীসা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. দিদারুল আলম ও আওয়ামী লীগ নেতা হাজী রফিক উদ্দীনসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

ইঞ্জিনিয়ার মো. খোরশেদ আলম বলেন, জাতীয় পার্টি থেকে পদত্যাগ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে সামনে রেখে জননেত্রী শেখ হাসিনার পাশে থেকে দেশের উন্নয়ন কাজে শরীক হবেন।

 

 

 

পূর্বকোণ/জহুর/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট