চট্টগ্রামের বোয়ালখালীতে সন্ধ্যা বাতির আগুনে দগ্ধ হয়ে অরিত্রী চক্রবর্তী (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বিদগ্রামের সঞ্জয় চক্রবর্তীর মেয়ে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) ভোর ৪টায় ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অরিত্রীর প্রতিবেশী রাজীব পালিত বলেন, গতকাল সোমবার সন্ধ্যায় পূজার আসনে দেওয়া সন্ধ্যা বাতির আগুনে দগ্ধ হয় অরিত্রী। তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া যায়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রেফার করেন চিকিৎসক। সেখানে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পরামর্শ দিলে রাতে অরিত্রীকে ঢাকা নেওয়া হয় এবং হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার ভোরে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অরিত্রী এবার দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হওয়ার কথা ছিলো।
পূর্বকোণ/পিআর/এএইচ