চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

লোহাগাড়ায় ধান মাড়াইয়ের মেশিনের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার

লোহাগাড়া সংবাদদাতা

১৫ ডিসেম্বর, ২০২৩ | ৪:০৯ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ার ধান মাড়াই করার মেশিনের ধাক্কায় দিলু আরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শুক্রবার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ইউনিয়নের উজিড় ভিটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

তিনি ওই এলাকার মরহুম খায়ের আহমেদের স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য আবদুস ছবুর।

 

সূত্রে জানা গেছে, সকালে নিজ বাড়িতে ধান মাড়াই করার কাজে ব্যস্ত ছিলেন। ওই সময় অসাবধনতাবশ দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার পর আহত বৃদ্ধাকে স্বজনেরা বটতলী মোটর স্টেশনের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওইখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট