চট্টগ্রাম শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

মিরসরাইয়ে মধ্যরাতে আগুনে পুড়ল ৮ ব্যবসা প্রতিষ্ঠান, কোটি টাকার ক্ষতি

নিজস্ব প্রতিবেদক

১৫ ডিসেম্বর, ২০২৩ | ১:৪২ অপরাহ্ণ

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে ৮ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় এক কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে উপজেলার মিঠাছরা ধান বাজারে এ ঘটনা ঘটে।

 

ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো হলো- আনোয়ার হোসেনের মুদি দোকান, রফিকুল ইসলামের ডেকোরেটারের দোকান, খোকনের দুটি দোকান, সাইফুল ইসলামের লাইটিংয়ের দোকান, ফার্নিচারের গোড়াউনসহ ৮টি প্রতিষ্ঠান।

 

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী সাইফুল জানান, রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে করিমের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এরপর মুহূর্তে ৮টি দোকানের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমরা একেবারে পথে বসে গেছি।

 

ক্ষতিগ্রস্ত আরেক ব্যবসায়ী আনোয়ার হোসেন জানান, ভয়াবহ অগ্নিকাণ্ডে আমার দোকানের প্রায় ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়েছে। এর মধ্যে ১২ লাখ টাকা বিভিন্ন ব্যাংক থেকে লোন নেওয়া। এখন কিভাবে কি করবো বুঝতে পারছিনা।

 

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন এন্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি জানান, মিঠাছরা বাজারে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। এতে বাজারের অনেক দোকান রক্ষা পেয়েছে। আগুনের ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষ জানা যাবে বলে জানান তিনি।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট