চট্টগ্রাম সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

বোয়ালখালীতে মদসহ ব্যবসায়ী গ্রেপ্তার

বোয়ালখালী সংবাদদাতা

১৪ ডিসেম্বর, ২০২৩ | ১:৩০ অপরাহ্ণ

চট্টগ্রামের বোয়ালখালীতে দেশীয় তৈরি ১১০ লিটার চোলাই মদসহ ঋষু সর্দার (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঋষু কানুনগোপাড়ার মৃত প্রফুল্ল সর্দারের ছেলে।

 

বুধবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাত পৌণে ৩টার দিকে উপজেলার কানুনগোপাড়ার দক্ষিণ সর্দার পাড়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালখালী থানার উপ-পরিদর্শক (এসআই) রিযাউল জব্বার। তিনি জানান, ঋষুকে গ্রেপ্তার করতে পারলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে সমীর নামের আরও এক ব্যক্তি পালিয়ে গেছে।

 

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আছহাব উদ্দিন বলেন, এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর গ্রেপ্তার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট