চট্টগ্রাম বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

এবার বাইডেনের ছেলের নামে আরেকটি ফৌজদারি মামলা

আন্তর্জাতিক ডেস্ক

৮ ডিসেম্বর, ২০২৩ | ১:৩৫ অপরাহ্ণ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের বিরুদ্ধে আরও একটি ফৌজদারি মামলা করা হয়েছে। বিবিসি জানিয়েছে, দেশটির ফেডারেল প্রসিকিউটররা হান্টার বাইডেনের বিরুদ্ধে কর ফাঁকির মামলা করেছেন।

মামলার অভিযোগে বলা হয়েছে, হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত চার বছরের একটি স্কিমে যুক্ত। কিন্তু স্কিমের বিপরীতে ফেডারেল ট্যাক্সে কমপক্ষে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার পরিশোধ করেননি।

দেশটির স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস আদালতে করা অভিযোগ অনুসারে, হান্টার বাইডেনের বিরুদ্ধে মিলিয়ন ডলার ব্যয় করার সময় কর দাখিল, পরিশোধ করতে ব্যর্থ, কর মূল্যায়ন এড়ানো এবং একটি বানোয়াট ট্যাক্স রিটার্ন তৈরি করার অভিযোগ আনা হয়েছে।

৫৩ বছর বয়সী হান্টার একজন আইনজীবী ও ব্যবসায়ী। দোষী সাব্যস্ত হলে বাইডেনপুত্রের ১৭ বছরের কারাদণ্ড হতে পারে।

এর আগে গত সেপ্টেম্বর মাসে আগ্নেয়াস্ত্র মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে। যদিও তিনি দোষী নন বলে দাবি করেছেন। তার বিরুদ্ধে মাদকাসক্তির অভিযোগও পুরনো।

হান্টার বাইডেনের নতুন এ মামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউজ।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন