চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

বাকলিয়ায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

৬ ডিসেম্বর, ২০২৩ | ৬:২১ অপরাহ্ণ

এক বছরের সশ্রম কারাদণ্ড প্রাপ্ত আবদুল কাদের নামে এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে বাকলিয়া থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় পূর্বকোণ অনলাইনকে এই তথ্য নিশ্চিত করেছেন বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব হোসেন। 

 

গ্রেপ্তার আবদুল কাদের বাকলিয়া থানার মিয়াখান নগররের বেল্লা গাজীর বাড়ির মৃত আবদুল নুরির ছেলে।

 

ওসি জানান, আবদুল কাদেরকে বাকলিয়া থানাধীন মিয়াখান নগর এলাকা থেকে গ্রেপ্তার করে আজ সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলা রুজু হওয়ার পর থেকে কাদের বিভিন্ন জায়গায় আত্ম-গোপন করেছিল। তাকে গ্রেপ্তারের উদ্দেশ্যে বাকলিয়া থানা পুলিশ বিভিন্ন সময়ে পৃথক পৃথক অভিযান পরিচালনা করে। সর্বশেষ গতকাল মঙ্গলবার ধরা পড়ে এই পলাতক আসামি।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট