চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

বিদেশে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের চিহ্নিত করা হচ্ছে: তথ্যমন্ত্রী

ইউএই প্রতিনিধি

৪ ডিসেম্বর, ২০২৩ | ২:০০ অপরাহ্ণ

তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিদেশে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে তাদের চিহ্নিত করা হচ্ছে। ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দেশে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলোকে অবগত করে বিচারের সম্মুখীন করারও উদ্যোগ নিচ্ছে সরকার।

 

শনিবার (২ ডিসেম্বর) সংযুক্ত আরব আমিরাতে চট্টগ্রামের রাঙ্গুনিয়া প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তথ্যমন্ত্রী বলেন, সোশ্যাল মিডিয়ায় চরিত্র হরণকারীদের অনেককে ইতোমধ্যে চিহ্নিত করে সেই দেশের প্রবাসীদের দিয়ে মামলা করানো হয়েছে। সাত সমুদ্র তেরো নদী পাড়ি দিয়ে দেওয়া মানে দূরত্ব নয়। সুতরাং আমিরাতেও অপপ্রচারকারীদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

 

অপপ্রচার রুখতে স্থানীয় নেতাদের উদ্দেশে হাছান মাহমুদ বলেন, একটি ষড়যন্ত্রের বিরুদ্ধে ২০ জন জবাব দিলে অপপ্রচার ঢাকা পড়ে যায়। তাই আপনাদের সোচ্চার হতে হবে। মনে রাখতে হবে, যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা দুই দেশের জন্য হুমকিস্বরূপ।

 

ড. হাছান মাহমুদ বলেন, গাজায় ইসরায়েলের বর্বরোচিত হামলার বিরুদ্ধে বিএনপি-জামাত একটি কথাও বলেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতিবাদ জানিয়েছেন। আমি তথ্যমন্ত্রী হিসেবে এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে প্রায় প্রতিদিনই প্রতিবাদ জানিয়ে আসছি।

 

তথ্যমন্ত্রী বলেন, এরা ক্ষমতায় যাওয়ার জন্যই শুধু ধর্মকে ব্যবহার করে । আসলে আল্লাহ তা’আলাও এদের উপর নারাজ হয়ে গেছেন।

 

আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতেখার হোসেন বাবুলের সভাপতিত্বে সাইফুল ইসলাম তালুকদার ও মোহাম্মদ সোহরাবের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, বাংলাদেশ সমিতি দুবাইয়ের পরিচালক ও অনুষ্ঠান প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাওলানা ফজলুল কবির চৌধুরী ও কনস্যুলেটর প্রেস সচিব মো. আরিফুর রহমান। বক্তব্য রাখেন মো. আবু চৌধুরী, আবুধাবি বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন তালুকদার, রাঙ্গুনিয়া উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহম্মদ ইউনুস, তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ এর পিও ইমরুল করিম রাশেদ, মোহাম্মদ কায়সার, মোজাম্মেল ফরিদ, এমদাদ হোসেন, সাজ্জাতুল ইসলাম রুবেল, দিদারুল আলম হাসান, মোহাম্মদ ওসমান গনি, শোয়াইব হোসেন, দুবাই বঙ্গবন্ধু পরিষদের সভাপতি কাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক আনসারুল হক, দুবাই আওয়ামী লীগের সভাপতি মোজাহের উল্লাহ মিয়া, হাজী শফিকুল ইসলাম, মোহাম্মদ বাবুল, মোহাম্মদ ফয়সাল, মোহাম্মদ জাহাঙ্গীর, তপন কান্তি শীল, মোহাম্মদ জাহেদুল আলম, আব্দুল মান্নান, মো. ফয়েজ, মোহাম্মদ তারেক, আব্দুর রাজ্জাক, হাফেজ মোহাম্মদ জোনায়েদ, হোসাইন রিম, রেজাউল করিম, মোহাম্মদ নজরুল প্রমুখ ।

 

এছাড়া শনিবার সন্ধ্যায় সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্টের আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। অনুষ্ঠানে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধান এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

এসময় তথ্যমন্ত্রী বলেন, আমিরাতের আল নাহিয়ান ফাউন্ডেশনের মাধ্যমে রাঙ্গুনিয়ায় হাসপাতাল ও নার্সিং সেন্টার করার উদ্যোগ নেয়া হয়েছে। এজন্য তারা কয়েকদফা সফরও করেছেন। রাঙ্গুনিয়া এখন উন্নয়নের জনপদ ১৪-১৫ বছরে রাঙ্গুনিয়ার চেহারার বদলে গেছে।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট