চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বান্দরবান আসনে ৩ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

বান্দরবান প্রতিনিধি

৩ ডিসেম্বর, ২০২৩ | ২:১৮ অপরাহ্ণ

বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসনে আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, স্বতন্ত্র প্রার্থী মংঞে প্রু চৌধুরী ও জাতীয় পার্টির প্রার্থী এটিএম শহিদুল ইসলামের মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন। আজ রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই তিন প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাইয়ের পর তাদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার।

এ সময় অতিরিক্ত পুলিশ সুপার মো. রায়হান কাজীমি, জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদাত হোসেনসহ প্রার্থীর প্রস্তাব কারী, সমর্থনকারীসহ অন্যরা উপস্থিত ছিলেন।

বান্দরবানের ৭ উপজেলা ও দুটি পৌরসভা নিয়ে বান্দরবান ৩০০ নম্বর সংসদীয় আসন। ভোটার সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩০ জন। এই আসনে ১৯৯১ সাল থেকে আওয়ামীলীগ প্রার্থী বীর বাহাদুর উশৈসিং নির্বাচিত হয়ে আসছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট