চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রিতা চৌধুরী (৫৫) নামের এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রিতা চৌধুরী সাতকানিয়া থানার পশ্চিম নলুয়া এলাকার সুভাষ চৌধুরীর স্ত্রী।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় প্রশাসনিক ভবনের নিচতলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক পূর্বকোণকে বলেন, ‘হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলা থেকে রিতা চৌধুরী নামে এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
পূর্বকোণ/পিআর/এসি