দক্ষিণ বঙ্গোপসাগর ও আন্দামান সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘু চাপটি আরও ঘণীভূত হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। যা বৃহস্পতিবার (৩০ নভেম্বর) নিম্নচাপে রূপ নিতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। লঘুচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিলে এর নাম হবে মিগজ্যাউম।
আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, আগামী ৫ ডিসেম্বর নাগাদ এটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে উপকূলে আঘাত হানতে পারে। বর্তমান অবস্থান অনুযায়ী বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি ভারতের অন্ধ্রপ্রদেশে আঘাত হানতে পারে। শুক্রবার এর গতিপথ স্পষ্ট হবে।
ওমর ফারুক জানান, এর প্রভাবে সাগরের তাপমাত্রা বেড়ে ২৯ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াস হয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর এখন চরম উত্তাল রয়েছে। লঘুচাপের প্রভাবে সারা দেশে তাপমাত্রাও বৃদ্ধি পাচ্ছে। আকাশে ঘন মেঘ থাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ সারা দেশের আবহাওয়া শুষ্ক এবং আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা ছিলো। এছাড়া সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে। ভোর ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সীতাকুণ্ডে ৩৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।
এ সময় রাজধানীর তাপমাত্রা ছিলো ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় ১৫ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস বলে জানিয়েছে সংস্থাটি।
পূর্বকোণ/জেইউ/পারভেজ