চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে আলো দাশ প্রকাশ রত্না (৪০) নামের এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আলো দাশ নগরীর পাঁচলাইশ থানার কাপাসগোলা এলাকার মৃত নিবারণ দাশের স্ত্রী।
সোমবার (২৭ নভেম্বর) দুপুর পৌনে ১২টায় হাসপাতালের গাইনি বর্হিঃবিভাগ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক পূর্বকোণকে বলেন, ‘হাসপাতালের গাইনি বর্হিঃবিভাগ থেকে আলো দাশ নামে এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।’
পূর্বকোণ/পিআর/এসি