চট্টগ্রাম শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কমতির দিকে সবজির দাম

অনলাইন ডেস্ক

২৪ নভেম্বর, ২০২৩ | ৬:৫৪ অপরাহ্ণ

বাজারে সব ধরনের সবজির দামই কিছুটা কমতে শুরু করেছে। মূলত শীতের সবজি বাজারে আসায় কমছে এ দাম। এতে করে কিছুটা স্বস্তি এসেছে ক্রেতাদের মধ্যে। বিক্রেতারা বলছেন, শীত আরও বাড়লে দাম আরও কমবে।

 

শুধু সবজির দাম না, কমতে শুরু করেছে মুরগির দামও। তবে সবজি আর মুরগির দাম কমলেও সব ধরনের পেঁয়াজের দাম এখনও নামেনি ১০০ টাকার নিচে। এ নিয়ে বিক্রেতারা বলছেন, নতুন পেঁয়াজ উঠলে দাম কমবে তবে পুরনো পেঁয়াজের দাম কমার কোনও সম্ভাবনা নেই।

 

শুক্রবার (২৪ নভেম্বর)  বিভিন্ন কাঁচা বাজার সরেজমিনে ঘুরে জানা গেছে বাজারের এ পরিস্থিতি। 

 

শীত আসতে শুরু করতেই কমতে শুরু করেছে সবজির দাম। শুরুর দিকে দাম চড়া থাকলেও এখন অনেকটাই আসতে শুরু করেছে নাগালের মধ্যে।  কিন্তু এখনও যেসব সবজি নতুন আসছে সেগুলো চড়া দামেই বিক্রি হচ্ছে।

 

আজকের বাজারে শিম ৬০ টাকা, মৌ শিম ৬০ টাকা, শালগম ৬০ টাকা, কাঁচা টমেটো ৮০ টাকা, টমেটো ১৬০ টাকা, পেঁয়াজ পাতা ৯০-১২০ টাকা, গাজর ১০০ টাকা, লম্বা বেগুন ৫০ টাকা, সাদা গোল বেগুন ৬০ টাকা, কালো গোল বেগুন ৮০ টাকা, শসা ৫০-৮০ টাকা, উচ্ছে ৬০ টাকা, পেঁপে ৪০ টাকা, পটল ৬০ টাকা,  মিষ্টি কুমড়া ৪০ টাকা , ঢেঁড়স ৬০ টাকা, চিচিঙ্গা ৬০ টাকা, বরবটি ৮০ টাকা, কচুর লতি ৬০ টাকা, কচুরমুখী ৮০ টাকা,  কাঁচা মরিচ ১২০ টাকা, ধনেপাতা ১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর প্রতিটি লাউ ৬০ টাকা, ফুলকপি ৪০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা ও চাল কুমড়া ৬০ টাকা করে বিক্রি হচ্ছে। এছাড়া নতুন আলু বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজিতে।

 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট