আগামী (২৫ জুলাই) শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে সিজেকেএস কার্যনির্বাহী পরিষদ নির্বাচন। নির্বাচনে যুগ্ম সম্পাদক পদে ভোটযুদ্ধে নামবেন বর্তমান যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, অহিদ সিরাজ চৌধুরী স্বপন ও তরুণ সংগঠক মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী (মনি)। এই পদে দু’জন নির্বাচিত হয়ে আগামী চার মৌসুম চট্টগ্রামের ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করতে ভূমিকা রাখার সুযোগ পাবেন। চট্টগ্রাম মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রের স্টেডিয়াম প্রতিনিধি মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী (মনি) আশাবাদ ব্যক্ত করেন ভোটযুদ্ধে বিজীয় হওয়ার। তিনি বলেন, সিজেকেএস’র সকল কাউন্সিলরদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি বিজয়ী হয়ে স্মার্ট ক্রীড়াঙ্গন গড়ার ভূমিকায় অন্যদের সাথে শামিল হতে চাই। মুক্তিযোদ্ধার সন্তান মোহাম্মদ সরওয়ার আলম চৌধুরী (মনি) ২০০২ সালে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র (লাল)- চট্টগ্রামের সাধারণ সম্পাদক হিসেবে সিজেকেএস’র সঙ্গে পথচলা শুরু করেন। সুদীর্ঘ ২১ বছরের এই যাত্রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধিন যুব উন্নয়ন অধিদপ্তর চট্টগ্রাম কর্তৃক ২০১৪ সালে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ যুব সংগঠক নির্বাচিত হন। খেলাধুলার তৃণমূল থেকে খোলোয়াড় সৃষ্টি ও সিজেকেএস’র অধিন সকল ক্লাব/সংস্থার স্বার্থ রক্ষা, ভ্রাতৃত্ববোধ এবং প্রবীণের অভিজ্ঞতালব্ধ জ্ঞান ও নবীনের তেজোদীপ্ত শক্তি, অনন্য পরম্পরায় আগামীর স্মার্ট সিজেকেএস বিনির্মাণে যুগ্ম সম্পাদক পদে তিনি সকলের দোয়া কামনা করেন। নির্বাচনে তার ব্যালট নম্বর ০৩। সবশেষে তিনি প্রতিষ্ঠালগ্ন থেকে এ পর্যন্ত চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা’র কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তা ও কাউন্সিলরদের অবদান স্মরণ করেন।
প্রসঙ্গত, শনিবারের সিজেকেএস নির্বাচন চলবে সকাল ৮টা থেকে বেলা ১২টা ৩০ মিনিট পর্যন্ত।
পূর্বকোণ/এএইচ