চট্টগ্রামের কাপ্তাইয়ের প্রতারণা ও টাকা আত্মসাৎ মামলার পলাতক আসামি এস এম ফরিদ প্রকাশ ধামা ফরিদকে কারাগারে পাঠিয়েছে আদালত।
মঙ্গলবার (২১নভেম্বর) কুমিল্লা জেলা দায়রা জজ আদালতে জামিন নিতে গেলে তাকে আদালতে পাঠনো হয়।আসামি ফরিদ রাঙামাটি চিৎমরম ইউনিয়নের মৃত এস এম ইদ্রিসের ছেলে।
মামলার বাদী মো. আজাদ সরকার খোকন জানান, সেগুন গাছ বিক্রির কথা বলে তার কাছ থেকে ৩০ লাখ টাকা ধার নেয় আসামি ফরিদ। একবছরেরও বেশি সময় ধরে টাকা ফেরত না পেয়ে একপর্যায়ে ফরিদকে টাকা ফেরত দিতে চাপ প্রয়োগ করলে ফরিদ তাকে ৩০ লাখ টাকার একটি ভুয়া চেক ধরিয়ে দেয়। এতে তিনি ক্ষিপ্ত হয়ে ফরিদের বিরুদ্ধে কুমিল্লার কোতোয়ালী থানায় মামলা করেন।
তিনি আরও জানান, মামলার পর থেকে দীর্ঘ ৭-৮ মাস ধরে ফরিদ পলাতক ছিল। পরে মঙ্গলবার জামিন নিতে কুমিল্লা জজ আদালতে গেলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠান।
পূর্বকোণ/আরডি/পারভেজ