চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রাম: ১২ আসনে আওয়ামী লীগে প্রার্থীজট

মুহাম্মদ নাজিম উদ্দিন

২২ নভেম্বর, ২০২৩ | ৩:৫৬ অপরাহ্ণ

আগামী জাতীয় সংসদ নির্বাচনে উৎসাহ-উদ্দীপনায় দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন আওয়ামী লীগ দলীয় মনোনয়নপ্রত্যাশীরা। চট্টগ্রামের ১৬ আসনে ২৩০টি ফরম বিতরণ করা হয়েছে। এরমধ্যে চারটি আসনে ফরমের সংখ্যা এক অঙ্কের ঘরে রয়েছে। অন্য ১২টি আসনে প্রার্থিতার ছড়াছড়ি পড়েছে।

 

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে দুটি, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে তিনটি ও চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে চারটি ফরম বিতরণ করা হয়। চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে ফরম সংগ্রহ করেছেন আটজন।

 

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী, চান্দগাঁও, পাঁচলাইশ, বায়েজিদ আংশিক) আসন এবং চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর) আসনে ২৮টি করে ফরম বিতরণ করা হয়েছে। এর পরে রয়েছে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) ও চট্টগ্রাম-১০ (খুলশী, পাহাড়তলী) আসন। এই দুটি আসনে ২০ জন ফরম সংগ্রহ করেন। এছাড়াও চট্টগ্রাম-৯, ১২, ১৪, ১৫ ও ১৬ আসনে প্রার্থীজট দেখা দিয়েছে।

 

চট্টগ্রাম-৮ আসনে বর্তমান সংসদ সদস্য ও নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদকে চ্যালেঞ্জ জানাতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৮ জন। তালিকায় রয়েছেন সিডিএ’র সাবেক চেয়ারম্যান আবদুচ ছালাম ও তাঁর ভাই সৈয়দ নজরুল ইসলাম। উল্লেখযোগ্য আরও হচ্ছেন, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ আবদুল কাদের সুজন, সাবেক কাউন্সিলর কফিল উদ্দিন খান, মো. আরশেদুল আলম, কাউন্সিলর মো. মোবারক আলী, বেলাল হোসেন, সাবেক এমপি বাদলের স্ত্রী সেলিনা খান, এসএম কফিল উদ্দিন, সাবেক এমপি মোছলেম উদ্দিন আহমদের মেয়ে কাজী শারমিন সুমী, নগর যুবলীগের সহ-সভাপতি মো. নুরুল আনোয়ার, সাবেক মন্ত্রী নূরুল ইসলাম বি-এসসির ছেলে  মুজিবুর রহমান, সাবেক কাউন্সিলর আবু তাহের।

 

নাম প্রকাশ না করার শর্তে তিন আওয়ামী লীগ নেতা বলেন, ‘ভোটারদের কথা দূরে থাক, দলের নেতা-কর্মীরা নাম শুনেননি এমন লোকও ফরম কিনেছেন। যোগ্য প্রার্থীর অভাবে প্রার্থীর ছড়াছড়ি পড়েছে।’

 

চট্টগ্রাম-১১ আসনে তিনবারের সংসদ সদস্য এম এ লতিফসহ মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ২৮ জন। এরমধ্যে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক চসিক প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন, সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী বাচ্চুর মতো হেভিওয়েট প্রার্থী রয়েছেন।

 

চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালী) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য শিক্ষা উপমন্ত্রী, আওয়ামী লীগের বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। এছাড়াও মনোনয়ন ফরম জমা দিয়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন, সিডিএ চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ। এছাড়াও উল্লেখযোগ্যরা হলেন, নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, সাংগঠনিক সম্পাদক শফিক আদনান, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী ও শ্রমিক নেতা শফর আলীসহ ১৭ জন।

 

নগরীর তিনটি আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনার জন্ম দিয়েছেন সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন। চট্টগ্রাম-৯, ১০ ও ১১ আসনে ফরম জমা দিয়েছেন তিনি। চট্টগ্রাম-১০ আসনেও মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি। এ আসনে বর্তমান সংসদ সদস্য হচ্ছে নগর যুবলীগের সাবেক আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু। এছাড়াও আছেন হেভিওয়েট প্রার্থী খোরশেদ আলম সুজন। আছেন সৈয়দ মাহমুদুল হক, সাইফুদ্দিন খালেদ, কে বি এম শাহজাহানসহ ২০ জন।

 

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসন নিয়ে নানা জল্পনা চলছে। তিনবারের সংসদ সদস্য ও হুইপ সামশুল হক চৌধুরীর ঘর শত্রু বিভীষণে পরিণত হয়েছে। অবশ্য অতীতের নির্বাচনেও দলের মনোনয়ন নিয়ে জল্পনা-কল্পনা হয়েছিল। তারপরও উতরে গেছেন তিনি। এবার তাকে চ্যালেঞ্চ জানাতে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরী, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সম্পাদক মুহাম্মদ বদিউল আলম,  সাবেক সংসদ সদস্য চেমন আরা তৈয়র, সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুনুর রশিদসহ ১২ জন মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের হাতছাড়া। এ আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভা-ারী। বিএনপি, আওয়ামী লীগ ও তরিকত ফেডারেশনের ব্যানারে চারবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। এবারও ১৪ দলীয় জোট যুগপৎভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এতে নজিবুল বশরের মনোনয়ন কিছুটা সহজ হতে পারে। তবে দলীয় প্রার্থী চেয়ে এবার কোমর বেঁধে মাঠে নামছে আওয়ামী লীগ। দলীয় মনোনয়ন ফরম কিনেছেন জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, সংরক্ষিত আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, ফখরুল আনোয়ারসহ ২০ জন।

 

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে বর্তমান সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতা, স্বাচিপের কেন্দ্রীয় সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরী, সাবেক পৌর মেয়র জাফর উল্লাহ টিটু, শিল্পপতি সেলিম উদ্দিন, এ কে এম বেলায়েত হোসেনসহ ২০ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

চট্টগ্রাম-৪ (সীতাকু- ও চসিকের ৯-১০ নং ওয়ার্ড) আসনে ফরম নিয়েছেন বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য লায়ন মোহাম্মদ ইমরান, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল্লাহ আল বাকের ভূঁইয়া, চসিক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, সীতাকু- উপজেলার সাবেক চেয়ারম্যান এসএম আল মামুনসহ ১২ জন।

 

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২ নং ওয়ার্ড) আসনে দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম। এছাড়াও নগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সম্পাদক ইউনুচ গণি চৌধুরীসহ ১৪ জন ফরম জমা দিয়েছেন। এই আসনে দীর্ঘদিন ধরে সংসদ সদস্য হচ্ছেন জোটের শরিক দল জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ।

 

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য নজরুল ইসলাম, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, ব্যবসায়ী নেতা মোহাম্মদ আবদুল কৈয়ুম চৌধুরী, তার ভাই উপজেলা চেয়ারম্যান মো. আবদুল জব্বার চৌধুরীসহ ১৭ জন।

 

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ বিষয়ক সম্পাদক মোহাম্মদ আমিনুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেবসহ ১৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

 

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন ফরম জমা দিয়েছেন বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ গালিব চৌধুরীসহ ১৫ জন।

 

পূর্বকোণ/আরডি

 

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট