বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে আগামীকাল ভোরে সুপার ক্লাসিকোতে মুখোমুখি হবে লাতিন আমেরিকার দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ব্রাজিল ও আর্জেন্টিনা। ম্যাচটি হবে ব্রাজিলের ঘরের মাঠ রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে। যেখানে জয়ে ফেরার লক্ষ্য সেলেসাওদের। যদিও কাজটা তাদের জন্য কিছুটা কঠিনই, পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সময়টা মোটেও ভাল যাচ্ছে না। বিপরীতে সর্বশেষ ম্যাচ বাদ দিলে গত এক বছর অপরাজিত আর্জেন্টিনা।
আগামীকাল (বুধবার) ভোর সাড়ে ৬টায় হাইভোল্টেজ এই ম্যাচটি অনুুষ্ঠিত হবে। যেখানে আলবিসেলেস্তেদের একাদশে প্রধান তারকা লিওনেল মেসির থাকাটা প্রায় নিশ্চিত। তারা বলতে গেলে শক্তিশালী একাদশই নামাবে চিরপ্রতিপক্ষের বিরুদ্ধে। তবে ব্রাজিল দল বর্তমানে ইনজুরিপ্রবণ। দীর্ঘ সময়ের জন্য আগেই চোটে পড়েছিলেন তারকা ফরোয়ার্ড নেইমার জুনিয়র। সর্বশেষ ম্যাচের আগে চোটে পড়েছিলেন গোলরক্ষক এডারসন। এছাড়া কলম্বিয়ার বিপক্ষে হারের ম্যাচে ইনজুরিতে পড়েন ভিনিসিয়ুস জুনিয়রও। ফলে সেলেসাওরা যে আশানুরূপ একাদশ নিয়ে নামতে পারবে না সেটা সহজেই অনুমেয়।
সবমিলিয়ে ব্রাজিলের একাদশটা কাতার বিশ্বকাপে খেলা দলের চেয়ে বেশ নতুনই হতে যাচ্ছে। যেখানে মিডফিল্ড সামলানোর দায়িত্ব পেতে পারেন আন্দ্রে এবং ব্রুনো গুইমারেস। রক্ষণে পুরনো মার্কিনিয়োসের সঙ্গে থাকা কার্লোস আগুস্তো, গ্যাব্রিয়েল মাগালহায়েস কিংবা এমারসন রয়েলও নতুন প্রজেক্টের অংশ। এছাড়া ব্রাজিলের অভ্যন্তরীণ কোচ ফার্নান্দো দিনিজ কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে গ্যাব্রিয়েল মার্টিনেল্লিকে নম্বর নাইন পজিশনে খেলিয়েছেন। ভিনির সঙ্গে জুটি গড়ে গোলও করেছিলেন এই আর্সেনাল ফরোয়ার্ড। আর্জেন্টিনার বিপক্ষেও তাকে স্ট্রাইকার পজিশনে দেখা যেতে পারে। আবার গ্যাব্রিয়েল জেসুসও ফিরতে পারেন শুরুর একাদশে।
ব্রাজিলের সম্ভাব্য একাদশ : অ্যালিসন বেকার, এমারসন রয়েল, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, কার্লোস আগুস্তো, আন্দ্রে, ব্রুনো গুইমারেস, রাফিনিয়া, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, রদ্রিগো গোয়েস ও গ্যাব্রিয়েল জেসুস।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ : এমিলিয়ানো মার্টিনেজ, নাহুয়েল মলিনা, নিকোলাস ওটামেন্ডি, ক্রিস্টিয়ান রোমেরো, তালিয়াফিকো, এনজো ফার্নান্দেজ, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, ডি মারিয়া ও জুলিয়ান আলভারেজ/লাউতারো মার্টিনেজ।
ম্যাচ দেখবেন যেভাবে: বাংলাদেশ থেকে কোনো চ্যানেলে ম্যাচটি সরাসরি না দেখা গেলেও অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে। ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কে ম্যাচটি উপভোগ করা যাবে। এছাড়া ম্যাচটি দেখা যাবে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ইয়াল্লা টিভি এবং ইয়াসিন টিভিতে অনলাইন স্ট্রিমিংয়ের মাধ্যমে।
পূর্বকোণ/আরআর/পারভেজ