গত চার দিনে আওয়ামী লীগের মোট ৩ হাজার ৩৬২টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। ২০১৮ সালের নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী ছিল মোট ৪ হাজার ৩৭ জন। সে হিসেবে গত জাতীয় নির্বাচনের তুলনায় এবাবের নির্বাচনে প্রায় ১৭ শতাংশ কমেছে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি।
একাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রতিটি ফরমের দাম ছিল ৩০ হাজার টাকা। এবার তা বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়। গত নির্বাচনে বেশি ফরম বিক্রি হলেও আয় বেশি হয়েছে এবার।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে গত ১৮ নভেম্বর থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেওয়া শুরু হয়। আজ ২১ নভেম্বর ফরম বিক্রির কাজ শেষ হয়েছে। আজ মঙ্গলবার (২১ নভেম্বর) বিকেলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া সাংবাদিকদের মনোনয়ন ফরম বিক্রি থেকে আয়ের তথ্য সাংবাদিকদের জানিয়েছেন।
পূর্বকোণ/জেইউ/পারভেজ