চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

নাশকতার মামলায় বিএনপি নেতা নীরবসহ ৭ জনের কারাদণ্ড

অনলাইন ডেস্ক

২০ নভেম্বর, ২০২৩ | ১:১১ অপরাহ্ণ

২০১৩ সালের নাশকতার মামলায় যুবদলের সাবেক সভাপতি, বিএনপি নেতা সাইফুল আলম নীরবসহ ৭ জনের ২ বছর ৬ মাসের করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।

 

দণ্ডিত অপর আসামিরা হলেন, সালেহ ইসলাম সুমন, সুমন, শাহিন, বেল্লাল হোসেন, মো. জাকির হোসেন, আনোয়াজ্জামান আনোয়ার ও আবু বকর সিদ্দিক।

 

সোমবার (২০ নভেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এ রায় ঘোষণা করেন। রায়ে একই সঙ্গে কারাগারে থাকা এ আসামির ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত; যা অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

 

রায় ঘোষণার সময় নীরবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর ৬ আসামি জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় তারা অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

 

উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। চলতি বছর ৪ মার্চ বিকাল ৪টায় নীরবকে গ্রেপ্তার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট