শুরুটা দারুণ শুরু করেছিল ভারত। রোহিত শর্মার দুর্দান্ত ব্যটিংয়ে দারুণভাবে এগিয়ে যাচ্ছিল, কিন্তু হঠাৎ শুভমান গিল ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর আবার রোহিত শর্মা শুরু করেন তাণ্ডব। কিন্ত ম্যাক্সওয়েলের বলটি মারতে গিয়ে দুর্দান্ত এক ক্যাচের মাধ্যমে তাকেও ফিরতে হয় প্যাভিলিয়েনে। রোহিতের আউটের পর দ্রুত আইয়ারও আউট হলে ছন্দ পতন হয় ইনিংসে। তার পর অবশ্য দারুণ জুটিতে প্রতিরোধ গড়ার চেষ্টায় ছিলেন কোহলি-রাহুল। রাহুল ধীরে সুস্থে খেলতে থাকলেও মূল দায়িত্বটা কাঁধে নিয়েছিলেন কোহলি। ফিফটিও তুলে নিয়েছিলেন। কিন্তু কোহলিকে বোল্ড করে কথামতো স্বাগতিক দর্শকদের স্তব্ধ করে দেন প্যাট কামিন্স। তাতে ভাঙে ৬৭ রানের গুরুত্বপূর্ণ জুটি।
কামিন্সের শর্ট বল ঠিকমতো খেলতে পারেননি কোহলি। এমনভাবে খেলেছেন যে নিজের স্টাম্পে বল আঘাত করে। তাতে ৬৩ বলে ৫৪ রানে ফিরেছেন কোহলি। তার ইনিংসে ছিল ৪টি চার।
পূর্বকোণ/পিআর