চট্টগ্রামের সাতকানিয়ায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। রবিবার (১৯ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ড্রিম হাউস কমিউনিটি সেন্টারের সামনে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বরিশালের উজিরপুর থানার কাউরেখা এলাকার স্বচিন্দ্র নাথ বৈরাগীর ছেলে মনমত বৈরাগি (৩৫) ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলারহাট থানার বড়গাছি এলাকার ইউনুচ আলীর ছেলে আরিফ হোসেন (৩৩)।
জানা গেছে, নিহত মোটরসাইকেল আরোহীরা একটি কোম্পানিতে মার্কেটিংয়ে চাকরি করতেন। নিয়মিত কাজ হিসেবে সকালে দু’জনেই মোটরসাইকেলযোগে লোহাগাড়ায় যাওয়ার পথে চট্টগ্রাম অভিমুখী একটি মাছ বহনকারী মাহিন্দ্রা পিকআপের (চট্টমেট্টো-ন ১১-৭৬২৩) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে দুই আরোহীর মৃত্যু হয়।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ ইরফান বলেন, পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে দু’জন মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। ঘাতক পিকআপটি জব্দ করে থানায় নিয়ে আসলেও চালক পালিয়ে গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পূর্বকোণ/পিআর/ইকবাল মুন্না/এএইচ