চট্টগ্রাম রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫

ফটিকছড়িতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সীতাকুণ্ডে নিখোঁজ ট্রাকচালকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০২৩ | ৪:২৫ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারী থেকে চারদিন ধরে নিখোঁজ থাকা আখতার হোসেন (৫৫) নামে এক ট্রাকচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১৮ নভেম্বর) দুপুর সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ইমামনগরের পানিরঝুপ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আখতার হোসেন নোয়াখালী জেলার মাইজদী থানার মধ্যম করিমপুর এলাকার মোখতার হোসেনের ছেলে। তিনি পেশায় ট্রাকচালক।

 

পুলিশ জানায়, শনিবার সকালে পুকুর পাড়ের শেওলায় মধ্যে একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। মরদেহটি অর্ধগলিত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। স্থানীয়দের ধারণা পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ পুকুরের পাড়ে শেওলায় ফেলে গেছে দুর্বৃত্তরা।

 

স্ত্রী রোকেয়া বেগম জানান, গত বুধবার সকালে মোবাইল নিয়ে ঘর থেকে বের হওয়ার পর তার স্বামীর মোবাইল বন্ধ থাকে। আত্মীয়-স্বজদের কাছে ও তার কর্মস্থলে খবর নিয়ে তাকে পাওয়া যায়। গত বৃহস্পতিবার সীতাকুণ্ড থানায় নিখোঁজ জিডি করা হয়। একটি অর্ধগলিত মরদেহে পড়ে আছে শুনে ঘটনাস্থলে গিয়ে কাপড় দেখে শনাক্ত করি আমার স্বামীকে।

 

সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ পূর্বকোণকে বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতলে পাঠনো হয়েছে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন