চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

টেকনাফে সাড়ে ১১ কোটি টাকার ইয়াবা ফেলে পালাল কারবারিরা

টেকনাফ সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০২৩ | ৬:৩৩ অপরাহ্ণ

টেকনাফের নাজিরপাড়া সীমান্তে অভিযানে ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। যার মূল্য সাড়ে ১১ কোটি টাকা।

 

টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ (বিজিবিএমএস) গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার (১৭ নভেম্বর) সকাল ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ নাজিরপাড়া বিওপি’র আলুগোলা স্লুইচ গেইট এলাকা দিয়ে মাদকের একটি চালান মায়ানমার হতে বাংলাদেশে আসতে পারে। এই তথ্যের ভিত্তিতে নাজিরপাড়া বিওপি’র একটি চোরাচালান প্রতিরোধ টহলদল বর্ণিত এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর টহলদল ৪ জনকে কয়েকটি প্লাষ্টিকের বস্তা নিয়ে নাফনদী পার হয়ে সীমান্তের শূণ্যলাইন অতিক্রম করতে দেখে চ্যালেঞ্জ করলে তারা প্লাষ্টিকের বস্তাগুলো ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল তল্লাশি করে চোরাকারবারীদের ফেলে যাওয়া ২টি প্লাস্টিকের বস্তা উদ্ধার করে। উদ্ধারকৃত বস্তা থেকে ৩ লক্ষ ৮০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

 

তবে চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি। তাদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

 

 

পূর্বকোণ/কাশেম/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট