চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ওয়াসা মোড়ে ২ বাসে আগুন

অনলাইন ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৩ | ১১:৫৮ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ওয়াসা মোড়ে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার রাত পৌনে ১১টার দিকে নগরীর ওয়াসা মোড়ের আখতারুজ্জামান চৌধুরী ফ্লাইওভারের নিচে এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (দক্ষিণ) নোবেল চাকমা জানান, ফ্লাইওভারের নিচে পার্কিং করে রাখা দুটি বাসে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

এদিকে, আগুন লাগার পর ফায়ার সার্ভিসকে খবর দিলে আগ্রাবাদ অফিসে থেকে রাত ১০টা ৫৫ মিনিটের দিকে ঘটনাস্থলে এসে  আগুন নেভান দমকল কর্মীরা।
পূর্বকোণ/আরআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট