চট্টগ্রাম রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

সর্বশেষ:

শচীনকে টপকে নতুন ইতিহাস গড়লেন কোহলি

স্পোর্টস ডেস্ক

১৫ নভেম্বর, ২০২৩ | ৫:৪৮ অপরাহ্ণ

এবারের বিশ্বকাপে বিরাট কোহলি রয়েছেন দারুণ ফর্মে। একের পর এক দারুণ ইনিংস খেলার পাশাপাশি তিনি গড়ে যাচ্ছেন রেকর্ডও। আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে মাঠে নেমে আরেকবার ঝলক দেখালেন তিনি। সেই সাথে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি তুলে নিলেন কোহলি। এই সেঞ্চুরিতে তিনি ক্রিকেট ঈশ্বর শচীনকে টপকে গেলেন।

 

২০০৩ সালের আসরে ১১ ইনিংসে ৬৭৩ রান করেছিলেন টেন্ডুলকার। ২০ বছর পর এক ইনিংস কম খেলেই তাকে টপকে গেলেন কোহলি। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে ৮০তম রান নেওযার সময় এই রেকর্ড গড়েন তিনি। সঙ্গে একই ইনিংসে বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ পঞ্চাশ ছোঁয়া ইনিংসের রেকর্ডও নিজের করে নিয়েছেন ভারতীয় এই ব্যাটার।

 

এদিকে এই ম্যাচে সেঞ্চুরি হাঁকিয়ে আরও এক দারুণ রেকর্ড গড়েছেন কোহলি। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডেতে ৫০টি শতক এখন কেবল তার দখলে। এই তালিকায় ৪৯টি শতক নিয়ে দুইয়ে থাকা টেন্ডুলকারকে তিনি ছুঁয়েছেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে। ৫ নভেম্বর ইডেন গার্ডেনসে অনুষ্ঠিত হওয়া সেই ম্যাচটিতে ২৪৩ রানের বড় ব্যবধানে জয়লাভ করে ভারত। এই তালিকায় তিনে থাকা রোহিত শর্মার সেঞ্চুরি ৩১টি।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট