প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের পরের দিনই দোহাজারী-কক্সবাজার রেল লাইনের সাতকানিয়া অংশে ১২-১৩টি হ্যান্ডেল ক্লিপ খুলে নিয়েছে দুর্বৃত্তরা।
রবিবার (১২ নভেম্বর) রাতে সাতকানিয়ার কালিয়াইষ ইউপির ৪ নম্বর ওয়ার্ডের জয়নগর অংশে এ ঘটনা ঘটে।
রেল লাইনের দায়িত্বরত আনসার সদস্য মোহাম্মদ ইউসুফ বলেন, রবিবার রাতে রেললাইনে কোনো শক্ত বস্তু দিয়ে আঘাত করার একটি আওয়াজ শোনা যায়। পরে কালীমন্দির এলাকায় গিয়ে দেখা গেছে ৪-৫ জন লোক কিরিচ ও হাতুড়ি হাতে রেললাইন থেকে নেমে পূর্ব দিকে বিলের মধ্যে চলে যাচ্ছেন। এরপর বিষয়টি দায়িত্বরত কর্মকর্তাকে অবহিত করি।
স্থানীয়রা জানায়, জয়নগর রক্ষিত বাড়ির সামনে রেললাইনে প্রতিরাতে বখাটে ও মাদকাসক্তদের আড্ডা বসে। এসব বখাটেরা দোকান ও বসতঘরে চুরিসহ নানা অপকর্ম করে। বখাটের অধিকাংশই কালিয়াইষ ইউপির ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয় ইউপি চেয়ারম্যান হাফেজ আহমদের সাথে একাধিকবার যোগাযোগ করা হলেও মন্তব্য মিলে নাই। তবে ৪ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল গফুর ঘটনাস্থলে গিয়ে বিস্তারির জানানোর কথা বলেন।
দোহাজারী রেল কার্যালয়ের স্টেশন মাস্টার ইকবাল হোসেন বলেন, রেললাইনের সাতকানিয়া অংশের শুরুতে হ্যান্ডেল ক্লিপ খুলে নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারের লোকজনকে জানানো হয়েছে। তারা দ্রুত সময়ের মধ্যে নতুন করে হ্যান্ডেল ক্লিপ সংযোজন করে দেবেন বলে জানিয়েছেন।
সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইয়াসির আরাফাত বলেন, রেললাইনের সাতকানিয়া অংশে দুর্বৃত্তরা কয়েকটি হ্যান্ডেল ক্লিপ খুলে নিয়ে গেছেন। এ খবর জানার পরপর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিল্টন বিশ্বাস বলেন, নির্মিত রেললাইনের একটি ক্লিপ খুলে নেয়া হয়েছে এ বিষয়ে রেল লাইন নির্মাণ প্রকল্পের পিডির সাথে কথা বলেছি। ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করা হবে।
পূর্বকোণ/মুন্না/জেইউ/এসি