চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

অকটেনে ঝলসে যুবকের মৃত্যু

চকরিয়া-পেকুয়া সংবাদদাতা

১২ নভেম্বর, ২০২৩ | ১২:০৭ পূর্বাহ্ণ

কক্সবাজারের চকরিয়ায় অকটেন বিক্রির সময় মোমবাতির আগুনে অকটেন লেগে শরীর ঝলসে মো. আরিফুল ইসলাম জিকু (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

 

শনিবার (১১ নভেম্বর) রাত ৮টার দিকে দ্বগ্ধ হওয়ার আট দিন পর চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয়।

 

নিহত জিকু উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড হাজিয়ান এলাকার নুরুল আবছারের ছেলে।

 

জানা যায়, গত ৪ নভেম্বর সন্ধ্যায় হাজিয়ান স্টেশন এলাকায় নিজের মুদির দোকানের পাশে আজিম স্টোর নামে অপর একটি দোকানে খোলাবাজারে অকটেন বিক্রি করার সময় মোমবাতির আগুনে লেগে দ্বগ্ধ হয় জিকু। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

 

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হেলাল উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পূর্বকোণ/জাহেদ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট