চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

সীতাকুণ্ডে পানিতে ডুবে দুই যমজ বোনের মৃত্যু

সীতাকুণ্ড সংবাদদাতা

১০ নভেম্বর, ২০২৩ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের পানিতে ডুবে দুই জমজ বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার বিকাল ৪টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৫নং ওয়ার্ডের দক্ষিণ সোনাইছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত দুই বোনের নাম সিনথিয়া (৪) ও স্নেহা (৪)। তারা ঐ এলাকার মো. এরশাদের মেয়ে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার দক্ষিণ সোনাইছড়ির বাসিন্দা মো. এরশাদের দুই মেয়ে সিনথিয়া ও স্নেহা প্রতিদিনের মতো একসাথে বাড়ির উঠোনে খেলছিলো। খেলতে খেলতে এক সময় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় তারা। কিন্তু প্রথম দিকে বাড়ির কেউ বিষয়টি জানতেন না। পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে দুই বোনের লাশ পুকুরের পানিতে দেখতে পাওয়া যায়।

 

সোনাইছড়ির ইউপি চেয়ারম্যান মুনীর আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাড়ির উঠোনে খেলার সময় তারা পুকুরের পানিতে পড়ে মারা গেছে। এটি একটি মর্মান্তিক ঘটনা। অভিভাবকদের অসচেতনতায় এমন একটি ঘটনা ঘটেছে। এ অপূরণীয় ক্ষতি কোনভাবেই পোষানোর উপায় নেই। অভিভাবকদের আরো অনেক বেশি সচেতন হতে হবে। শুক্রবার রাত ১০টায় সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ মাঠে শিশু দুটির নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

 

 

পূর্বকোণ/সৌমিত্র/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট