চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

জেলা শিল্পকলায় অঞ্চল চৌধুরী’র একক আবৃত্তিসন্ধ্যা

বিজ্ঞপ্তি

৯ নভেম্বর, ২০২৩ | ৭:২৩ অপরাহ্ণ

মাবনিকতা ও আবৃত্তি চর্চাকেন্দ্র একুশের আয়োজনে ‘হৃদয়ে মানবতা কণ্ঠে কবিতা’ শিরোনামে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে জনপ্রিয় আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরীর একক আবৃত্তি অনুষ্ঠান।

বুধবার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অনুষ্ঠিত এই অনুষ্ঠান উৎসর্গ করা হয়েছে একুশ প্রতিষ্ঠাতা সদস্য মোহাম্মদ আতাহার ইশরাক রাফি এবং হুইসেল ব্লাড লিংকের প্রতিষ্ঠাতা তাপস বড়ুয়াকে।

এতে উপস্থিত ছিলেন মহানগর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন, বাংলাদেশের মুক্তিসংগ্রাম ও মুক্তিযুদ্ধ গবেষণা ট্রাস্ট চট্টগ্রামের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা জাহেদ আহাম্মদ, শিক্ষাবিদ অধ্যাপক রীতা দত্ত, নাট্যজন প্রদীপ দেওয়ানজী, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সভাপতি আবৃত্তিশিল্পী ফারুক তাহের।

পৃষ্ঠপোষকতায় ছিলেন আর কে মিউজিক একাডেমি, পেপার ইয়ারপ্লেইন এবং বিজনেস মিডিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন একুশ’র সাধারণ সম্পাদক অনির্বাণ চৌধুরী জিকু।

আয়োজনের শুরুতেই অঞ্চল চৌধুরীর জীবনী ভিডিওচিত্রে উপস্থাপন করা হয়। শিল্পীকে শ্রদ্ধা জানানো হয় বিদ্রোহী কবি কাজী নজরুলের ‘অঞ্জলি লহো মোর’ গানে-গান পরিবেশন করেন আর কে মিউজিক একাডেমির কর্ণধার আর কে জুয়েল চক্রবর্তীসহ একঝাঁক শিল্পী। নাচ পরিবেশন করেন একুশ’র সদস্য উদিতা ভট্টাচার্য্য।

আবৃত্তিশিল্পী অঞ্চল চৌধুরী আবৃত্তি করেন সাময়িক পরিস্থিতি, প্রকৃতি, দেশ, প্রেম, দ্রোহ ও ইতিহাসমাখা ২৮টি কবিতা। তাঁর পরিবেশনায় ছিল রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, জীবনানন্দদাশ এবং চট্টগ্রামের বিভিন্ন কবিদের কবিতা। অঞ্চল চৌধুরী আবৃত্তি উৎসর্গ করেন তাঁর সহ-ধর্মিনী স্বর্গীয়া শিল্পী বৈদ্যের প্রতি। আয়োজনে সহ-শিল্পী হিসেবে ছিলেন কাবেরি সেনগুপ্তা (সঙ্গীত শিল্পী), তিলোত্তমা সেনগুপ্ত (নৃত্যশিল্পী), অনন্যা চৌধুরী পিউ (আবৃত্তিশিল্পী), এ্যানি দে (কারুশিল্পী), দীপিতা দেব তমা (চিত্রশিল্পী), প্রাপ্তি দাশ (চিত্রশিল্পী) ও প্রাচী কর্মকার (চিত্রশিল্পী)।

পরিবেশনা শেষে গুণী এই আবৃত্তিশিল্পীকে উত্তরীয় ও স্মারক উপহার দিয়ে শুভেচ্ছা জানান- বীর মুক্তিযোদ্ধা ফাহিম উদ্দিন। এরপর সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রাম, বোধন আবৃত্তি পরিষদ, উচ্চারক আবৃত্তি কুঞ্জ, তারুণ্যের উচ্ছ্বাস ও স্পৃহা আবৃত্তি নীড় ফুল ও উপহারে শুভেচ্ছা জানান। পরিশেষে একুশের সভাপতি ডা. শ্যামল কর্মকারের বক্তব্যের মধ্য দিয়ে অয়োজন শেষ হয়। অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়।

পূর্বকোণ/সাফা/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট