চট্টগ্রাম বৃহষ্পতিবার, ০২ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

হালদায় ৪ হাজার মিটার জাল জব্দ

হাটহাজারী সংবাদদাতা

৯ নভেম্বর, ২০২৩ | ২:২৬ অপরাহ্ণ

হালদা নদীতে অভিযান চালিয়ে প্রায় ৪ হাজার মিটার অবৈধ ঘেরাজাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে ভোর সাড়ে চারটা পর্যন্ত হালদা নদীতে অভিযান পরিচালনা করেন হাটহাজারী উপজেলার নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান।

 

তিনি জানান, উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের বিভিন্ন অংশে এবং রাউজান উপজেলার হালদার পাড় এলাকা থেকে ৮টি অবৈধ ঘেরাজাল অনুমানিক ৪ হাজার মিটার জাল জব্দ করা হয়।

অভিযানে সহযোগিতা করেন আইডি এফ কর্মকর্তাগণ, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সদস্যগণ এবং উপজেলা প্রশাসনের স্বেচ্ছাসেবীগণ ও হালদা ডিম সংগ্রহকারী সমবায় সমিতির সদস্যগণ।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট