চট্টগ্রাম রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪

লোহাগাড়ায় বিদ্যুৎপৃষ্টে প্রাণ গেল নির্মাণশ্রমিকের, আহত ২

লোহাগাড়া সংবাদদাতা

৭ নভেম্বর, ২০২৩ | ১২:০২ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আবু সৈয়দ আহমদ (২৬) নামে এক নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। আবু সৈয়দ উপজেলার পদুয়ার নুরুল হকের ছেলে। এ ঘটনায় আবদুল মাবুদ (৪৫) ও মোহাম্মদ মিরু (৩৫) নামে আরও দুই শ্রমিক আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৭ নভেম্বর) সকাল ৯টায় পদুয়া ইউনিয়নের জঙ্গল পদুয়ার হোসাইন সিকদারপাড়া এলাকায় আরিফুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. শহিদুল ইসলাম।

 

নিহতের ভাই শহিদ বলেন, তার ভাই ওই এলাকার আরিফুল ইসলামের বাড়িতে নির্মাণের কাজ করছিল। রড নিয়ে উপরে উঠার সময় ঝুলে থাকা বিদ্যুতিক তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় আরও দুইজন আহত হয়। পরে স্থানীয়রা আমার ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চমেক হাসাপাতলে রেফার করেন। চমেক হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মৃত্যুবরণ করেন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট