চট্টগ্রাম সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

তারপরও তাপসের সিনেমা করছেন বুবলি

অনলাইন ডেস্ক

৬ নভেম্বর, ২০২৩ | ২:০৫ অপরাহ্ণ

হেমন্তের গাঢ় বাতাসে মিশে গেছে তাপস-বুবলির প্রেমের গুঞ্জন, ছড়িয়ে পড়েছে শহর বন্দর নগরে। তবে এসব গুঞ্জনকে পাত্তা না দিয়ে আপন পথে চলতে চান চিত্রনায়িকা বুবলি। এরই প্রমাণ হিসেবে গতকাল রাতে নিজের ফেসবুক হ্যান্ডেলে জানান দিলেন তিনি তাপসের সিনেমাটি করছেন।

 

শুধু তাই নয়, রীতিমতো খেলা হবে নামের সেই সিনেমার লুকও প্রকাশ করলেন বুবলি। সোশ্যাল হ্যান্ডেলে বেশ ক’টি ছবি প্রকাশ করে তিনি ক্যাপশনে লিখেছেন টিএম ফিল্মস, খেলা হবে।

 

এর আগে, শুক্রবার (৩ নভেম্বর) মধ্যরাতে এক ফেসবুক স্ট্যাটাসে গায়ক কৌশিক হুসেন তাপসের সঙ্গে বুবলি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন তাপসের স্ত্রী ফারজানা মুন্নি।

 

যদিও মুন্নির ফেসবুক থেকে পরে আরো একটি স্ট্যাটাস আসে যে তার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকড হয়েছিল। বুবলিও প্রতিবাদ করে বলেন, তার ক্যারিয়ার ধ্বংসের চেষ্টা করছে একটি চক্র। মূলত তাপসের টিএম ফিলমসের একটি বড় বাজেটের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। তখনই নতুন এই ষড়যন্ত্র। অবশ্য বুবলির এই কথা একেবারে ফেলে দেবার মতো নয়, এর আগে রাফির সিনেমা করার সময় তার তার সঙ্গেও প্রেমে জড়িয়েছেন এমন খবর ছড়ায়।

 

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট