চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪

সর্বশেষ:

বিনম্র শ্রদ্ধা-ভালবাসায় আখতারুজ্জামান চৌধুরী বাবুকে স্মরণ

আনোয়ারা সংবাদদাতা

৪ নভেম্বর, ২০২৩ | ৮:০৩ অপরাহ্ণ

সর্বস্তরের মানুষের বিনম্র শ্রদ্ধা-ভালবাসায় জিয়ারতের মধ্যদিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, বর্ষীয়ান রাজনীতিবীদ, প্রয়াত দানবীর আখতারুজ্জামান চৌধুরী বাবুর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

 

শনিবার (৪ নভেম্বর) সকালে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর বাবুর কবরে পুষ্পমাল্য অর্পন করেন তারই জ্যেষ্ঠ পুত্র ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি।

 

এরপর শ্রদ্ধা জানান চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, যুগ্ম সম্পাদক প্রদীপ দাশ, চট্টগ্রাম জেলা পরিষদের সদস্য এস.এম আলমগীর চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান এম.এ মোতালেব সিআইপি, আনোয়ারা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, কর্ণফুলী আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, সহ সভাপতি আনোয়ার হোসেন (কন্ডাক্টর), সোলায়মান তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক নোয়াব আলী, সুগ্রীব মজুমদার দোলন, সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক, শাহাবুদ্দিন, সগীর আজাদ, বোরহান উদ্দীন চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি মো. দিদারুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, ভূমিমন্ত্রীর একান্ত সহকারী সচিব ও উপজেলা আওয়ামী লীগের সদস্য রিদওয়ানুল করিম চৌধুরী সায়েম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জুবায়ের, সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব, সহ সভাপতি নুরুল আবছার তালুকদার, আফতাব উদ্দিন চৌধুরী সোহেল, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে আমিন শরীফ, এম.এ কাইয়ূম শাহ্, হাসনাইন জলিল শাকিল, মাস্টার মোহাম্মদ ইদ্রিছ, আজিজুল হক বাবুল, কলিম উদ্দিন, অসীম কুমার দেব, বীর মুক্তিযোদ্ধা শামসুল ইসলাম, বড়উঠানের চেয়ারম্যান মোহাম্মদ দিদারুল আলম, ভূমিমন্ত্রীর ব্যক্তিগত সহকারী এড. ইমরান হোসেন বাবু, যুবলীগের আহবায়ক শওকত ওসমান, যুগ্ম আহ্বায়ক অনুপম চক্রবর্তী বাবু, সদস্য জালাল উদ্দিন, দক্ষিণ জেলা ছাত্রলীগ নেতা রবিউল হায়দার, সাজ্জাদ হোসেন সাজিদ, ফারুকুল ইসলামসহ জেলা, উপজেলা আওয়ামী লীগ, বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠান, সাংবাদিক নেতৃবৃন্দ।

 

এছাড়া আনোয়ারা সরকারি কলেজ, বরুমচড়া শহীদ বশরুজ্জামান উচ্চ বিদ্যালয়, বখতিয়ারপাড়া চারপীর আউলিয়া ফাজিল মাদ্রাসার পক্ষ থেকে ফুলদিয়ে বাবুর কবরে শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

উল্লেখ্য, ২০১২ সালের ৪ নভেম্বর বর্ষীয়ান এই রাজনীতিক ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুর পর জ্যেষ্ঠ ছেলে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ একই আসন থেকে এমপি নির্বাচিত হন। বর্তমানে তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সফল ভূমিমন্ত্রী হিসেবে সারা দেশে প্রশংসিত হয়েছেন।

 

পূর্বকোণ/সুমন/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট